1. info@www.protidinerchapai.com : প্রতিদিনের চাঁপাই :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল হকের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসবের উদ্বোধন – প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জের মনাকশায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনে দোয়া মাহফিল অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই বারিউলকে সভাপতি, সোনাকে সম্পাদক করে শিবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন-প্রতিদিনের চাঁপাই ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন নিখোঁজ-প্রতিদিনের চাঁপাই চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল-প্রতিদিনের চাঁপাই। চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ-প্রতিদিনের চাঁপাই ১৬ জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন- ইউএনও শিবগঞ্জ। শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শুকুর উদ্দিনের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন-প্রতিদিনের চাঁপাই

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, বিএসএফের দুঃখ প্রকাশ- প্রতিদিনের চাঁপাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব পপ্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে ফসল ও আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে যে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল তা এখন স্বাভাবিক রয়েছে। ১৮ জানুয়ারি (শনিবার) বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দা এবং বিজিবি ও বিএসএফের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ। বৈঠকের পর থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত ও সর্তক অবস্থায় টহল।
বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিজিবি-বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিরোধপূর্ণ এক হাজার ২০০ গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। স্থানীয়রা জানান, সীমান্ত এলাকা এখন স্বাভাবিক অবস্থায় আছে। কোনো উত্তেজনাকর পরিস্থিতি নাই। কিরণগঞ্জ সীমান্তবর্তী কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রতিদিনের চাঁপাই কে জানান, গতকাল বাংলাদেশ সীমান্তের প্রান্তে বিএসএফ ও ভারতীয়রা ঢুকে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি ও স্থানীয় সাধারণ জনগন মিলে তাদের এই অপচেষ্টা রুখে দেয়। গতকাল বিকেলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের পর সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবির সদস্যদের নিয়মিত টহল দিতে দেখছি। এবিষয়ে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। আমাদের দৈনন্দিন সীমান্তের টহল কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট