1. info@www.protidinerchapai.com : প্রতিদিনের চাঁপাই :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল হকের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসবের উদ্বোধন – প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জের মনাকশায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনে দোয়া মাহফিল অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই বারিউলকে সভাপতি, সোনাকে সম্পাদক করে শিবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন-প্রতিদিনের চাঁপাই ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন নিখোঁজ-প্রতিদিনের চাঁপাই চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল-প্রতিদিনের চাঁপাই। চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ-প্রতিদিনের চাঁপাই ১৬ জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন- ইউএনও শিবগঞ্জ। শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শুকুর উদ্দিনের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন-প্রতিদিনের চাঁপাই

শিবগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা মামলায় আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদলের সাবেক নেতা আনিন নাইম (৩২) কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠলেও এ ঘটনায় গত ৮ দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। আহত ব্যক্তি আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ও দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে। বুধবার (২২ জানুয়ারী ) বিকেলে শিবগঞ্জ উপজেলা, পৌর ও আদিনা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর এলাকার ডাকবাংলো থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ইসলামী ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় আহত ছাত্রদল নেতার পিতা মো: আরিফ উদ্দিন ও ভাই মো: রুবেল হক নাইমকে হত্যা চেষ্টার প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। ঘটনার ৮ দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় নেতারা আওয়ামী দু:শাসনের ১৫ বছরে নির্যাতিত হবার পর স্বাধীন দেশেও নেতাকর্মীরা নির্যাতিত হওয়ায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক ইউসুফ রাজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শিমুল, পৌর যুবদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক মো: হেলিম ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইখলাসুর রহমান পলাশ । এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার হোসেন পলাশ, আদিনা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহেলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া এলাকায় পূর্ব শত্রতার জেরে দুর্বৃত্তরা নাইমকে কুপিয়ে আহত করে। সন্ত্রাসীরা এ সময় তাকে মৃত ভেবে সড়কের পাশে ফেলে যায়। প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় বর্তমানে ঢাকার নিউরো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় আহতের বড় ভাই মো: রুবেল হক গত ১৫ জানুয়ারী মামলার বাদি হয়ে এজাহার নামীয় ৪ জন এবং অজ্ঞাত ৮/১০ কে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। পুলিশ আসামী ধরতে তৎপর রয়েছে। আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট