1. info@www.protidinerchapai.com : প্রতিদিনের চাঁপাই :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল-প্রতিদিনের চাঁপাই। চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ-প্রতিদিনের চাঁপাই ১৬ জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন- ইউএনও শিবগঞ্জ। শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শুকুর উদ্দিনের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন-প্রতিদিনের চাঁপাই চাঁপাইনবাবগঞ্জে বেহাল সড়কে ধান লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন, দেশি ফল খাওয়ার আহবান-প্রতিদিনের চাঁপাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে শিক্ষকদের ইউএনও’র আহবান-প্রতিদিনের চাঁপাই জুলাই গণঅভ্যুত্থান একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখায়: নাহিদ ইসলাম-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে নারী নিহত-প্রতিদিনের চাঁপাই চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন-প্রতিদিনের চাঁপাই

সোনামসজিদে বিজিবি-বিএসএফ বৈঠক: ৪টি বিষয়ে ঐক্যমত্য- প্রতিদিনের চাঁপাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টর কমান্ডার ডিআইজি অরুণ কুমার গৌতম। এ ছাড়া মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ও ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ উভয় দেশের স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় চলমান সংকট নিরসনে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে। সৌজন্য সাক্ষাতে চারটি বিষয় নিয়ে আলোচনা হয় এবং বিজিবি ও বিএসএফ ঐক্যমতে পৌঁছায়।
বিষয়গুলো হলো- (১) সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেহ প্রবেশ করবে না।
(২) সীমান্ত-সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে।
(৩) উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না।
(৪) উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি হতে বিরত থাকতে হবে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় চলমান পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে এবং এই সাক্ষাতে উভয়পক্ষের মধ্যে সীমান্ত সম্পর্কিত বিষয়ে লিখিত আলোচনা হয়। এ ছাড়া সীমান্ত এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট