1. info@www.protidinerchapai.com : প্রতিদিনের চাঁপাই :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বেঞ্চ বিতরণ-প্রতিদিনের চাঁপাই চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত-প্রতিদিনের চাঁপাই শিক্ষাবিদ ইদ্রিস আহমদ মিয়ার ৫৯তম মৃত্যুবার্ষিকী পালিত-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে উপজেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতার ওরিয়েন্টেশন – প্রতিদিনের চাঁপাই

শিবগঞ্জে টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না দেওয়ায় ভুক্তভোগীগের সংবাদ সম্মেলন- প্রতিদিনের চাঁপাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ভাইয়ের বিরুদ্ধে টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না দেয়ার অভিযোগ উঠেছে। ৮ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে শিবগঞ্জ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে ইলিয়াস উদ্দিন বলেন, সাবেক এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের পৈতৃক সম্পত্তি বিক্রয় করার জন্য ২০২১ সালের ২০ আগস্ট তাদের মনাকষার বাসায় আলোচনা করে রাজনগর মৌজার সাড়ে ১০ কাঠা জমি ৯১ নম্বর আরএস, ১৯৫৫ ও ১৯৫৬ এর দাগে প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৫০ হাজার টাকা। পরে দুই দফায় সাবেক এমপির ভাই মুকির উদ্দিন আহমেদ দিপুকে ৫ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু জমির দাম হঠাৎ কোন কারণ ছাড়াই কাঠা প্রতি আরো ২০ হাজার টাকা দাবি করলে বাধ্য হয়ে তাতেই রাজি হয়ে গত বছরের ৬মে জমি রেজিষ্ট্রি দেয়ার সিদ্ধান্ত হয়। সে সময় তারা সকলে ঢাকায় অবস্থান করায় কমিশনে জমি রেজিষ্ট্রি পরামর্শ দেন। তাদের পরামর্শে সেই দিন আমরা তাদের বাসভবনে পৌঁছায়। কিন্তু সেই দিন তারা জমি রেজিষ্ট্রি না দিয়ে বিভিন্ন টালবাহানা করে ফিরিয়ে দেন। এরপর থেকে জমি রেজিষ্ট্রি না দিয়ে বিভিন্ন টালবাহানা করছেন। তিনি আরো বলেন, বর্তমানে বিভিন্ন লোকজনদের দিয়ে হুমকি দিচ্ছেন ঐ জমির ওয়ারিশগণ। এছাড়া ওই জমিটি অন্য একজনের কাছে আরো বেশি দামে বিক্রি করা পায়তারা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। আইনের আশ্রয় নেয়ার প্রক্রিয়া চলছে। তবে সাবেক এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সহোদর ছোট সোহেল আহমেদ পলাশের মোবাইল বন্ধ পাওয়া যায়। যদিও জাকির উদ্দিন আহমেদ মিতু বলেন, মুকির উদ্দিন আহমেদ দিপু বিদেশে আছেন। সে টাকা নিয়ে থাকলে তার ব্যক্তিগত বিষয়। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী ইলিয়াস উদ্দিন, তার পিতা আলফাজ উদ্দিন, চাচা মতিউর রহমান, হাবিবুর রহমান ও তার মা মোসা. শরিফুন নেশাসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট