নিজস্ব প্রতিনিধি: “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে বর্ণ্যঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসকের সামনে থেকে একটি রালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ-মহা পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম। মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে এবং শ্রমিকদের নায্য অধিকার ও বিভিন্ন দাবিতে বক্তব্য রাখেন, বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক নেতারা। আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।