নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আম ক্যালেন্ডার প্রণয়ন-নিরাপদ আম উৎপাদন, বিপনন, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ে মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে (বৃহস্পতিবার) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবুল কালাম সাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মনজুরে মাওলা, রাজশাহী রেলের ডেপুটি চিফ কমার্সিয়াল ম্যানেজার আনোয়ার হোসেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুঞ্জুর আলম মানিকসহ আম চাষী ও ব্যবসায়ীরা। মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে পরিপক্ক হলেই গাছ থেকে আম পেড়ে বাজারজাতকরণ করা যাবে। গত কয়েক বছরের সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবারও থাকছে না আম সংগ্রহের নির্ধারিত তারিখ বা ক্যালেন্ডার। বিগত দুই বছরের অভিজ্ঞতায় আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবছরও কোন আম ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না। ব্যবসায়ীরা পরিপক্ক আম বাজারে আমদানী করবেন এবং বিক্রি করবেন। জেলা থেকে আম পরিবহণ এবং বাজারজাতকরণে কোন প্রকার সমস্যা যেন সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।