নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি সুবিধার বিভিন্ন কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্তত ৭০ দরিদ্র নারীর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে এক নারী প্রতারক। অভিযুক্ত নারী মোসাঃ কটকতারা (৩৭) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবরী হঠাৎপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। উপজেলার ধাইনগর ও শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার এসব নারী প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগী কয়েকজন নারীর সাথে কথা বলে জানা যায়, মাতৃত্বকালীন ভাতা ও অন্যান্য সরকারি সুবিধার কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে কটকতারা প্রতিজনের কাছ থেকে ৫ হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন। টানা এক বছর ধরে ঘুরানোর পর তার প্রতারণা বুঝতে পেরে আমরা রবিবার সকালে স্থানীয়দের সহযোগীতায় তাকে ধোবড়া বাজারে আটক করি। পরে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কটকতারাকে উদ্ধার করে আইনগত ব্যবস্থার আওতায় নেন।
প্রতারণার শিকার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে নাসরিন বেগম, জান্নাতি বেগম, আয়েশা বেগম, মালা বেগমসহ অনেকে জানান, আমাদের মহিলা বিষয়কের মাতৃত্বকালীন কার্ড করে দিবো বলে প্রায় এক বছ আগে ৫ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। কিন্তু আমরা প্রতারক কটকতারার প্রতারণার ফাঁদ বুঝতে পারিনি। পরে বিভিন্ন সময় টালবাহানা দেখে প্রতারণা ফাঁদ বুঝতে পেরে তাকে আটক করা হয়। এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে উদ্ধার করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।