নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নয়, সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুসহ ৮ দফা দাবী আদায়ে ১৪ মে (বুধবার) শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী’র বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। ১৩ মে (মঙ্গলবার) বেলা ১২ টায় সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, ট্রেন আন্দোলনের উদ্যোক্তা ও সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মনোয়ার হোসেন জুয়েল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, চেম্বারের পরিচালক ও সুজন- পৌর কমিটির সহ সভাপতি শহিদুল ইসলাম,সুজনের জেলা সহ- সভাপতিঃ মোঃ মাসিদুর রহমান, সুজনের জেলা প্রচার সম্পাদকঃ মুনিরুল ইসলাম মুনির,জেলা সহ প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম, সুজনের সদর উপজেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ, সাধারণ সম্পাদক জারিফ হোসেন, সুজনের পৌরসভার সভাপতি মোঃ জমশেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল জেলাবাসীর প্রাণের ৮টি দাবি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা ও জেলার সকল স্তরের জনগণ কে বুধবারের অবরোধ কর্মসূচীতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান।