নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আজ (বৃহস্পতিবার) দুপুর তিনটার সময় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহিলাহি রাজিউন। মৃত্যর সময় তাহার বয়স হয়েছিল ৭২ বছর। আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটায় শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোরিকুল ইসলামসহ উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আজ রাত সাড়ে নয়টায় কমলাকান্তপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।