নিজস্ব প্রতিনিধিঃ “খেলাধুলায় গড়বে দেশ, মাদকমুক্ত হবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হয়েছে ‘উপজেলা প্রশাসন ফুটবল উৎসব ২০২৫। ১৮ আগস্ট (সোমবার) বিকাল ৪টায় শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহিন আকতার, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং খেলোয়াড়দের মাঝে ছিল চরম উদ্দীপনা।
আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন শ্রেনিপেশার খেলওয়ারদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে ক্ষীরসাপাত, ফজলি, আশ্বিনা ও গৌড়মতি চারটি দলের খেলা আগামী কয়েক সপ্তাহব্যাপী চলবে। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে এই আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় ক্ষীরসাপাত দল দুই এক গোলে ফজলি দলকে এবং গৌড়মতি দল দুই শুন্য গোলে আশ্বিনা দলকে পরাজিত করে।