নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সিজার ওরফে সিজু (২৪) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিজু একই ইউনিয়নের বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তাঁর দুই হাত ও বাম পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারত্মকভাবে জখম করা হয়েছে।
এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, সিজুর নিজের পূর্ব ইতিহাস ভাল নয়। তার বিরুদ্ধেও সন্ত্রাসের একাধিক অভিযোগ আছে। তবে খুঁটিতে বেঁধে কাউকে কোপানোর কোন সুযোগ নেই। ঠিক কি কারণে ঘটনাটি ঘটল এবং কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সিজুর বাবা থানায় মামলা করেছেন। এ পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি হুমায়ুন কবির। আটককৃত ২ জন কোন রাজনৈতিক দলের কর্মী কিনা এবিষয়ে জানতে চাইলে ওসি হুমায়ুন কবির জানান অপরাধীদের কোন রাজনৈতিক দলের পরিচয়ে গ্রেপ্তার করা হয়না। তাদের পরিচয় তারা অপরাধী। তবে সোস্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও ক্লিপে সিজ দাবি করেন এই ঘটনায় জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী জড়িত।