নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাবেক সভাপতি মামুন উর রশিদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক নাদিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়। এতে ফরহাদ হোসেন (কালের কন্ঠ ডিজিটাল) কে আহবায়ক, মামুনুর রশিদ (দৈনিক খোলা কাগজ) উপজেলা প্রতিনিধি ও শরিফুল ইসলাম শিমুল (দৈনিক ভোরের দর্পণ) উপজেলা প্রতিনিধি কে সম্মানিত সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে প্রেসক্লাবের নিয়মিত পূর্নাঙ্গ কমিটি গঠন করার ব্যবস্থা করবেন।