নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন শুকরানী বেগম খালেদা (৪০) নামে এক নারী। নিহত খালেদা শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বড় মহিষপুর গ্রামের সবুর আলীর মেয়ে। এঘটনায় শুকরানীর পিতা সবুর আলী, মা পারুল বেগম ও বোন লিপি বেগম গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বসতবাড়ি সীমানা প্রাচীর দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করলে শুকরানী ঘটনাস্থলে নিহত হয়। এসময় শুকরানীর পিতা মা ও বোন গুরুতর আহত হন।
নিহত শুকারানীর ভাই ইসরাফিল আলী জানান, প্রতিবেশী চাচাতো ভাইয়েরা বাড়ীর মধ্যবর্তী স্থানে জোরপূবর্ক প্রাচীর নির্মাণ করছিল। এসময় প্রতিবাদ করলে চাচাতো ভাই মামুন, নিয়ামতসহ কয়েকজন হাঁসুয়া নিয়ে হামলা চালায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সকালে প্রতিপক্ষের হামলায় একজন নারী নিহত হয়েছেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামীরা হত্যাকান্ড ঘটানোর পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে আামদের অভিযান অব্যাহত আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।