নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যে ৯ জুলাই (বুধবার) দুপুরে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী। মেলায় প্রায় ৬০ প্রজাতির আম এবং ৪০ প্রজাতির বিভিন্ন ফলের প্রদর্শন করা হয়। মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী বলেন, আমাদের সকলের উচিত নিয়মিত এবং পরিমানমত দেশীয় ফল খাওয়া। তিনি আরও বলেন, দেশীয় ফল দামেও সস্তা এবং গুনগত মানেও ভাল। দেশি ফল যাতে বিলুপ্ত না হয়, সে জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে বলেও উল্লেখ করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা প্রকৌশলী হারুন-অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ডাঃ মোঃ রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।