নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ না হওয়ায় ধান লাগিয়ে ভিন্ন ধরনের প্রতিবাদ জানালো সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের এলাকাবাসী। সদর উপজেলার দেবিনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সড়ক নির্মাণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। তাই ব্যতিক্রমী প্রতিবাদ জানাতে তারা কাদামাখা সড়কে ধানের চারা রোপণ করেছেন। আজ রবিবার বিকেলে ইউনিয়নের চর দেবিনগর মরা নদী সংলগ্ন পাঁচ কিলোমিটারজুড়ে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, গোলাম মোহাম্মদ আলীর মোড় থেকে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে সড়কজুড়ে কাদা, হাঁটু পানি ও গর্তের সৃষ্টি হয়। এতে করে অন্তত ৩০ হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। প্রতিবাদকারীরা বলেন, “সারাদেশে যেখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে, সেখানে আমরা বঞ্চিত। বছরের পর বছর ধরে রাস্তাটি মেরামতের দাবি জানিয়ে আসলেও কেউ শুনছে না। অবশেষে আমরা ধানের চারা রোপণ করে ক্ষোভ জানাচ্ছি।”
এবিষয়ে দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন,“রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে বলে আশা করছি।”
উল্লেখ্য, এই এলাকায় ৫টি প্রাইমারী স্কুল, ২টি হাইস্কুল, ৪টি মাদ্রাসা ও প্রায় ৩৫টি মসজিদ রয়েছে এবং এই রাস্তা দিয়ে দেবীনগর ও আলাতুলী ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করে।