নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শুকুর উদ্দিনের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শুকুর উদ্দিন উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ১৫ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা সাতটার সময় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যর সময় তাহার বয়স হয়েছিল ৭৮ বছর। আজ বুধবার সকাল এগারোটায় সহকারী কমিশনার ভূমি মোঃ তৌফিক আজিজ এর নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন এবং বাজিতপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানা ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলামসহ উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তার সমাধিতে সম্মান প্রদর্শন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শুকুর উদ্দিন দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।