1. info@www.protidinerchapai.com : প্রতিদিনের চাঁপাই :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের পর প্রতীক খালে নিক্ষেপ-প্রতিদিনের চাঁপাই। শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই। শিবগঞ্জে যুবকের হাত,পা কেটে হত্যা চেষ্টা-অভিযোগের তীর জামায়াত শিবিরের বিরুদ্ধে। শিবগঞ্জে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বেঞ্চ বিতরণ-প্রতিদিনের চাঁপাই চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ-প্রতিদিনের চাঁপাই

শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলামঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঢাকার জানাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞার নির্দেশনায় শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৩১ ডিসেম্বর (বুধবার) বাদ আসর শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে প্রথম গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম,পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শামিম কবির হেলিমসহ অন্যরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ নাহিদুজ্জামান সুমন,অধ্যাপক মোঃ সাইদুর রহমান পৌর যুবদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল বাসার প্রমুখ। এছাড়া উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পিয়ালিমারী জগন্নাথপুর ইদগাহ মাঠ, মনাকশা ইদগাহ মাঠ, বিনোদপুর আলিম মাদ্রাসা মাঠ, কানসাট আব্বাস বাজার ঈদগাহ মাঠ, মোবারকপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর, শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠ, দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি হাই স্কুল মাঠসহ উপজেলার ১৫টি ইউনিয়নেও বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এসময় গায়েবানা জানাজাস্থলগুলোতে নেমে আসে মানুষের ঢল। জানাজায় আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান এবং তাঁর জন্য দোয়া করে। আবেগঘন পরিবেশে জানাজাস্থলগুলো যেন পরিণত হয় শোক ও ভালোবাসার মিলনমেলায়। অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক ও মানবিক সম্পর্কের স্মৃতিচারণ। তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন, যা রাজনৈতিক সৌহার্দ্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে। জানাজায় আগত রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
জানাজা শেষে দেশ, জাতি ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট